Posts

প্রবন্ধ

বড় মেয়ে

April 16, 2025

Mim Khatun

101
View

পরিবারের বড় মেয়ে হয়ে জন্ম নেওয়া যেমন সৌভাগ্যের ঠিক তেমনি হতাশার।হ্যাঁ এই কথাটা সত্য যে যখন কোন পরিবারে একটা প্রথম সন্তান জন্ম নেয় মা বাবা রা খুব খুশি হন।কারন ওই সন্তানের মুখ থেকেই তারা প্রথম মা বাবা ডাক শুনতে পান।কিন্তু মেয়েটা যত বড় হতে থাকে ততই তার ওপর পরিবারের সকল দায়িত্ব চাপতে থাকে।আর যদি মেয়েটার কোন ভাই না থাকে তাহলে তো কোন কথাই নেই।আর আমাদের যাদের পরিবার মধ্যবিত্ত তাদের কথা আর কি বলবো তাদের মা বাবা তাদের খুব আশা নিয়ে বড় করে যে তাদের মেয়েটা একদিন অনেক বড় হবে। তাদেরি বা কি দোষ? আমাদের মা বাবা রা খুব সহজ সরল হয় নিজেদের জীবন যেভাবে বিলিয়ে দেয় পরিবারের জন্য, ঠিক তেমনি বুক উজার করে সপ্নও দেখতে পারে তারা।আর তাদের এই আশা থাকা টা তো স্বাভাবিক, তাইনা? এত কষ্ট করার পর তো প্রতিটা মা বাবাই চায় তার মেয়েটা মানুষের মতো মানুষ হোক। আর তাদেরও তো একটা ভয় থাকে তাদের বয়স হয়ে গেলে কে দেখবে তাদের?আর তাদের এই কথা গুলো তাদের ওই পরিবারের বড় মেয়েটা কে বাবা মা বুজতে না দিলেও তারা সব বুঝতে পারে।তাদের ছোট্টমেয়েটা যে আর ছোট্টটি নেই,সে এখন বাস্তবতা বুঝতে শুরু করেছে।আর আমাদের যাদের পরিবারে কোন ভাই নেই তাদের ওই সামান্য জমিজমার ওপরে কিছু মানুষএর  শকুনের মত নজর থাকে ।এই সব মাথায় নিয়েই মেয়েটাকে দিনের পর দিন কাটিয়ে দিতে হয়।না তারা কাউকে তাদের এমন সিচুয়েসনের কথা কাউকে বলতে পারে না এসবের ট্রমা থেকে বের হতে পারে।তারা একটা সময় জিবন্ত লাস হয়ে বেঁচে থাকতে শুরু করে।

Comments

    Please login to post comment. Login