Posts

গল্প

বুদ্ধিমান গাধা

April 16, 2025

md salman

69
View

একবার এক গাধা জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ সে একটা বাঘের চামড়া খুঁজে পেল। সে ভাবল, “আহা! এটা পরে যদি আমি গ্রামের দিকে যাই, তাহলে সবাই ভাববে আমি বাঘ!”
সে ঠিক তাই করল। চামড়া পরে গ্রামে ঢুকে পড়ল। সবাই তাকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগল। গাধা ভীষণ খুশি!

কিন্তু আনন্দের চোটে সে “হাঁঁ-হাঁঁ” করে ডাক দিল গাধার মতো। গ্রামের লোকেরা তখনই বুঝে ফেলল যে এটা তো আসলে গাধা! সবাই মিলে তাকে ধাওয়া করল, আর গাধা দৌড়ে পালাতে পালাতে ভাবল,
"ইস! যদি একটু চুপ থাকতাম!"

শিক্ষা: বেশি কথা বললে কখনও কখনও নিজের আসল রূপ ধরা পড়ে যায়!

Comments

    Please login to post comment. Login

  • md salman 7 months ago

    Nice and a very very funny