বিসিএস নিয়োগ প্রাপ্ত সরকারি কর্মকর্তারা প্রায় ই ফেসবুকে নিজেদের জীবনের ঘটনা শেয়ার করেন। রিভেঞ্জ স্টোরি গুলা পিপলস ফেভারিট হয়।
'আমার যখন কিছু ছিল না, তখন অমুক আত্মীয় আমারে দাম দিতো না। এখন আমার কাছে আইসা সুপারিশ করেন।' এইসব পোস্ট।
সাধারণ লোকজন এসব পোষ্টে আকৃষ্ট হন। নিম্ন বা মধ্যবিত্ত থেকে উঠে আসা সফল ব্যক্তিদের মাস পিপল পছন্দ করে। তাদের মধ্যে হিরো খোঁজার চেষ্টা করে।
জ্যাক লাকা বলছিলেন, আয়নার দিকে তাকাইয়া মানুষ যা দেখে, সেটা সে নিজে না। তার প্রতিচ্ছবি মাত্র।
কমন পিপল এর এই নিজের প্রতিচ্ছবি দেখাটা কখনো কখনো রিয়েল হইলে ভালো লাগে। দেশের উন্নতি হয়।
কিন্তু আয়নার অপর পাশ টা হইল 'সারভাইভারশিপ বায়াস' অর্থাৎ শতকরা একজন ও সফল না হবার যে অনিশ্চয়তা দেখা দেয়, সেটা জাইনাও যদি কেউ আগুনে ঝাঁপ দিতে যায়, এটা ব্যক্তি বিশেষের জন্য লস প্রজেক্ট না, পুরা জাতির জন্যই জাতীয় সমস্যা তৈরি করতে পারে।
'আমার যখন কিছু ছিল না, তখন অমুক আত্মীয় আমারে দাম দিতো না। এখন আমার কাছে আইসা সুপারিশ করেন।' এইসব পোস্ট।
সাধারণ লোকজন এসব পোষ্টে আকৃষ্ট হন। নিম্ন বা মধ্যবিত্ত থেকে উঠে আসা সফল ব্যক্তিদের মাস পিপল পছন্দ করে। তাদের মধ্যে হিরো খোঁজার চেষ্টা করে।
জ্যাক লাকা বলছিলেন, আয়নার দিকে তাকাইয়া মানুষ যা দেখে, সেটা সে নিজে না। তার প্রতিচ্ছবি মাত্র।
কমন পিপল এর এই নিজের প্রতিচ্ছবি দেখাটা কখনো কখনো রিয়েল হইলে ভালো লাগে। দেশের উন্নতি হয়।
কিন্তু আয়নার অপর পাশ টা হইল 'সারভাইভারশিপ বায়াস' অর্থাৎ শতকরা একজন ও সফল না হবার যে অনিশ্চয়তা দেখা দেয়, সেটা জাইনাও যদি কেউ আগুনে ঝাঁপ দিতে যায়, এটা ব্যক্তি বিশেষের জন্য লস প্রজেক্ট না, পুরা জাতির জন্যই জাতীয় সমস্যা তৈরি করতে পারে।