পুরানো যায়, নূতন দিন আসে
কত স্মৃতি রেখে যায়,
হাসি মুখে বরন করে
দুঃখ সব ভুলিয়ে দেয়।
গত হওয়া দিন দিয়ে যায় অনেক
এটাই সময়ের আসল নীতি,
দুঃখের পরে সুখ যে আসে
এটাই হলো আসল রীতি।
মন অনেক কিছু যায় লিখে
পুরানো কে মনে রেখে,
সবার হৃদয় আনন্দ ভরুক
এই নূতনকে সামনে রেখে।