Posts

চিন্তা

What Is Lost Will Be Found

May 22, 2024

ম' সাহেব

 "What Is Lost, Will Be Found."

'1899' সিরিজে জাহাজের দেয়ালে খোদাই করে লিখেছিল কেউ একজন। খুব গুরুত্বপূর্ণ কিছু একটা হারিয়ে গিয়েছিল কেউ সেটি খোঁজার চেষ্টা করছিল। হতে পারে সেটা মূল্যবান কোন বস্তু,স্মৃতি অথবা মানুষ কে জানে! 
আসলেই কি হারিয়ে যাওয়া কিছু খুঁজে পাওয়া যায়? এই যে কৃষ্ণ গহ্বরের গভীর থেকে গভীরে তলিয়ে গিয়ে এতদিন ধরে এতটা বছর ধরে নিজেকে অনন্তকাল ধরে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, আদৌ কি খুঁজে পাবো? 

Comments

    Please login to post comment. Login