যদি কোন শত্রু আপনার বিরুদ্ধে কথা বলে খারাপ আচরন করে তাহলে নিচের আমল টি করুন প্রথমে শনি মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে আপনি দোকান থেকে এক সটাক সরিষার তৈল কিনে আনবেন এবং সেই সরিষার তৈলে নিম্মের দোয়াটি ১০৮ বার জপ করে আপনি সেই তৈল মুখে ব্যবহার করে শত্রুর সামনে যাবেন ইনশা আল্লাহ শত্রু আপনার চেহারার দিকে তাকানো মাত্রই আপনার বশিভুত হয়ে যাবে,, আবার এই দোয়াটি চিনি অথবা মিষ্টি জাতিয় কোন খাদ্য দ্রর্বের উপরে ১০৮ বার জপ করে শত্রুকে খাওয়ালে শত্রু আপনার ভূশিভুত হয়ে যাবে (পরিক্ষিত আমল)
দোয়াটি হলোঃ আল্লা তায়ালু আলাইনা ওয়া আতুনী মুসলিমিন, ইয়া খাইরাল মাতলুবিনা ইয়া খাইরাল মাহবুবিনা ইয়া খাইরাল মাকসুদিনা ইউ হিব্বু নাহুম কাহুব্বিল্লাহে ওয়াল লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহে