পৃথিবীর সব বিষন্নতা বুকের ভেতরে নিয়ে
রুপসী বাংলার হিজল বন
আমার মায়ের মতো ছায়া হয়ে
বুক মেলে দাঁড়িয়ে থাকে —
সক্রিয় জীবন পেয়েই ক্ষতবিক্ষত হৃদয়
কখনো মাটির কাছে কখনোবা জলের কাছে
বার বার নিহত হয়।
সবার মতো আমিও বুঝতে পারি
বেঁচে থাকার জন্য প্রেমের প্রয়োজন।
আমার মাথায় এক অনন্য বোধ কাজ করে
মনের কাছে মন নিয়ে
মানুষের চোখ যে অলৌকিক সৌন্দর্য খুঁজে
নতুন করে সাজাতে চায় তাদের ধ্বংসপ্রাপ্ত জীবন
ব্যাস্ততম অবসরে নানারকম কাজের ফাঁকে
শব হয়ে ঘুরে তাদের জীবিতো জীবন।
অবশেষে সত্যকে সত্য হিসেবে দেখতে গিয়ে
আমাদের হৃদয়ে রোপিত হয়েছে
রাজনৈতিক সংঘাত মাঝেমধ্যেই বোধ করি অন্তবর্তীকালীন প্রেমিকার প্রয়োজন।