Posts

কবিতা

মায়াবিনী নারী

May 22, 2024

জামান বারভী

Original Author জামান বারভী

151
View
"মায়াবিনী নারী"
____________ জামান বারভী (b-02)

নারী তুমি মায়াবিনী, নারী তুমি ছলনাময়ী,
কখনো বা স্পর্শী, কখনো বা যাতনাময়ী!

তোমারে দেখিয়া যেন উন্মাদ কেহ
কেউ বা প্রেমিক রূপে ছুটিয়া যায়,
কখনো বা ঈর্ষায় ক্ষুব্ধ হইয়া
আপনারে আপনার মাঝে লুকায়!

তোমাতে যেন কাহার মিল খুঁজিয়া পাই
ভাবিতে ভাবিতে আমার দিন বইয়া যায়,
আকুল হইয়া ধরিব বলিয়া ছুটিয়া যাই
এই বুঝি ধরিলাম ধরিলাম, ধরিবার তরে দেখি তুমি আর নাই!

বড় নিষ্ঠুর সৌন্দর্য তোমার ঐ লীলা খেলা,
মানিয়া নিতে নাহি পারি, কি করিয়া মিটাইব মনের জ্বালা?।

_______সমাপ্ত _____( কপিরাইট) [ স্থান : কাপ্তাই, রাঙামাটি। ]

Comments

    Please login to post comment. Login