Posts

গল্প

Horror

April 18, 2025

Md Shuvo

82
View

গোল্পটা হলো ১৯৮৪ সালের আমার নানার সাথে গোঠা তখন আমা আমার নানা সিকিউরিটি চাকরি করতো চাকরি করতে করতে প্রায় দুই তিন মাস হয়ে গেল হঠাৎ একদিন নানা চেয়ারে বাইরে বসে ছিল তখন আনুমানিক রাত বারোটা হঠাৎ নানা দেখল রাস্তার ওই সাইডে কে যেন দাঁড়িয়ে আছে তো নানা আবার ভূত  ভয় পেত না নানা আবার ওই সাইটে গিয়ে দেখে ওখানে কেউ নেই তো নানা আবার এই সাইটে আসলো এসে দেখল আবার সেই সাইডে দাঁড়িয়ে আছে তো নানা দেখল সে মানে ওই জিনিসটা এই সাইটে আসার সময় হঠাৎ একটি গাড়ি এসে মেরে দিল কিন্তু কিছুই হলো না তখন সেই সাইটে একটি গাছ ছিল সেই গাছে দেখলে ওই জিনিসটা ভয়ানক চেহারা এটা দেখে নানা খুব ভয় পেল তো পরের দিন সকালে বাসায় গিয়ে নানা খুব অসুস্থ হয়ে গেল এবং সবাইকেই ঘটনা বলল বলার পরে দেখল সবাই বিশ্বাস করেছে এবং নানাকে হুজুরের কাছে নিয়ে গেল নানাকে হুজুরে ছেড়ে দিল তারপর থেকে নানা সেই গার্ডের চাকরি ছেড়ে দিল এবং তারপর থেকে নানার সাথে আর কিছুই ঘটেনি

Comments

    Please login to post comment. Login