Posts

নিউজ

প্রথম সপ্তাহেই ১৫ লাখের বেশি বিক্রি হাঙ্গার গেমস সিরিজের নতুন উপন্যাস

April 19, 2025

নিউজ ফ্যাক্টরি

157
View

'দ্য হাঙ্গার গেমস' সিরিজের নতুন উপন্যাস প্রথম সপ্তাহেই ১৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। বইটির প্রকাশক স্কলাস্টিক সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।  

নতুন এই উপন্যাসটির নাম ‘সানরাইজ অন দ্য রিপিং’। এটি হাঙ্গার গেমসের পঞ্চম উপন্যাস। বইটি চলতি বছরের ১৮ মার্চ প্রকাশিত হয়। ডিস্টোপিয়ান ইয়াং অ্যাডাল্ট (ওয়াইএ) এই সিরিজটির স্রষ্টা মার্কিন লেখক সুজান কলিন্স।     

স্কলাস্টিক জানিয়েছে, সানরাইজ অন দ্য রিপিং প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ১৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। উপন্যাসটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই ১২ লাখের বেশি বিক্রি হয়েছে।   

হাঙ্গার গেমস সিরিজের প্রথম উপন্যাসের নাম 'দ্য হাঙ্গার গেমস'। এটি ২০০৮ সালে প্রকাশিত হয়। এরপর ‘ক্যাচিং ফায়ার’ (২০০৯), ‘মকিংজে’ (২০১০) এবং ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’ (২০২০) প্রকাশিত হয়। এই সিরিজের প্রতিটি বই বেস্টসেলার ছিল।   

উত্তর আমেরিকার কল্পিত একটি দেশ পানেমকে ঘিরে এ সিরিজটি লেখা হয়েছে। এই বইগুলো নিয়ে হলিউড সিনেমাও তৈরি হয়েছে। সবকটিই বক্স অফিস হিট হয়েছিল। এতে অভিনয় করেছেন হলিউড তারকা জেনিফার লরেন্স। নতুন উপন্যাস সানরাইজ অন দ্য রিপিং নিয়েও সিনেমা তৈরি হবে বলে জানা গেছে।

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login