গল্প: শেষ চিঠি
(ধরন: প্রেমের গল্প, আধুনিক ছোঁয়া)
রাত তিনটা। ছাদে একা বসে চাঁদের আলোয় চিঠিটা আবার পড়ছে রিমি।
চার বছর পর হঠাৎ করেই আসা সেই চিঠি।
তাতে লেখা,
“রিমি, তোর চোখে এখনো একই রকম করে রাত ভরে জোছনা নামে কি না জানি না।
কিন্তু আমার চোখে এখনো ঠিক সেই ছাদটা ভাসে… যেখানে তুই বলেছিলি, ‘তুই থাকলে বাকিটা বুঝে নিতে পারি।’
তুই কি এখনও বুঝে নিতে পারিস… আমি এখনো তোরই?”
রিমির চোখ বেয়ে নেমে এল একফোঁটা জল।