Posts

সমালোচনা

অহংকার পতনের মূল

April 20, 2025

Jakia Sultana

102
View

আমাদের মধ্যে অনেকেই নিজের অজান্তে নানা বিষয় নিয়ে অহংকার করে থাকি। কেউ ক্ষমতা নিয়ে, কেউ অর্থ নিয়ে, কেউ জ্ঞান নিয়ে, কেউ রূপ নিয়ে, কেউবা ইমানদারিতা নিয়ে। কিন্তু এগুলো কি আসলেই অহংকারের বিষয়? আল্লাহ আমাদের মানবজাতিকে এমন এক মন দিয়ে পাঠিয়েছেন যেটি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়, আমাদের অবস্থারও পরিবর্তন হয়। যে কাল ক্ষমতাধর ছিল হয়তো আজ তার পতন হবে। যে জ্ঞানী ছিল সে হয়তো তার জ্ঞান আর সম্প্রসারণ করতে পারবে না, উপরন্তু সব ভুলে যাবে, আজ যে ঈমানদার কাল সে নাস্তিক হয়ে যেতে পারে। আমাদের অহংকার না করে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা উচিৎ। আমার ছোট্ট জীবনে আমি যা কিছু নিয়ে অহংকার করেছি তাই হারিয়েছি। ভালো ছাত্রী হওয়ায় মনে মনে অহংকার করতাম, সবার সাথে তেমন মিশতাম না। আর আজকে আমি "below average student".
আমি বেশ কিছু হাফেজকে দেখেছি যারা ঈমানদার, আল্লাহ তাদের হাফেজ হওয়ার পাশাপাশি ইসলামিক জ্ঞান আর একটি পবিত্র হৃদয় দিয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে তারা পরিবর্তন হয়েছেন। যার মুখে খোদার বানী শুনা যেতো, সে আজ দম্ভ ভরে নিজেকে পাপী বলে। আমি চাই না এরকম পরিবর্তন দেখতে। আমি চাই মানুষ বিত্তশালী থাকুক, ক্ষমতাধর থাকুক, সুন্দর থাকুক আর ঈমানের সহিত জীবনযাপন করুক। কিন্তু তার জন্য আমাদের অহংকার পরিত্যাগ করে বিনয়ী হয়ে আল্লাহর কাছে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করতে হবে। 

Comments

    Please login to post comment. Login