স্বপ্ন ও কল্পনা"
মোঃ আনোয়ার হোসেন
সময়কে ধরে রাখার সাধ্য
সবার মতো আমারও নেই।
তবুও স্বপ্ন এসে ভীড় করে
অজস্র অগণিত।
শৈশব আর কৈশরের স্বপ্ন
সে যতই অলীক কল্পনা হোক না কেন
সে স্বপ্নগুলোই এখনও
যেন বাঁচার প্রেরণা যোগায়।
সেই রঙিন সময়,
সেই দুঃখময় জীবনই যেন
এসময়ের সুখের চেয়ে
বিলিয়ন গুণ ভাল লাগার
পরশ বুলিয়ে দেয়।
নরম বিছানায় শুয়ে খুঁজে ফিরি তাই
কর্দমাক্ত মাটির কোমল আঁচল।
সেই মাঠ,সেই পুরনো সেকেলে খেলা
সেই নদী,সেই তোমার অবহেলা।
ফিরে পাব না জানি
ফিরিয়ে দিতে পারবেনাও তুমি
তবুও ফিরে ফিরে যাই
স্বপ্ন আছে বলে
কল্পনা আছে বলে।
মন খারাপের এই দিনে
তুমিই আসল বন্ধু
হে কল্পনা।