Posts

কবিতা

তবু এক আশা জেগে থাকে

April 21, 2025

শরীফ এমদাদ হোসেন

62
View


আকাশ বিদীর্ণ করে বৈশাখী ঝড় এলেও
দেখছো কিনা সচেতন জনগণ ?
অকাল প্রেমের টানে ভুল পথ মাড়ালো স্বদেশ
আমার মতো ঘরভাঙা যুবকের আশা নিলো কেড়ে!

কী করে জাগাবো প্রেম?
কী গান শোনালে তুমি মায়াবী বাসর ছেড়ে
স্লোগানে কাঁপাবে অলিগলি রাজপথ?
আবার সাজবে তুমি প্রেমিকযোদ্ধা বেশে?
কী মন্ত্র দিলে তুমি মৃতপ্রায় ভাবনারে
ভরে দেবে কোটি কোটি মানুষের মনে?
কী বজ্রমুষ্ঠি ধরে এগোবে পল্টন গুলিস্তান ধরে?

জানা নেই, তবু এক আশা জেগে থাকে
প্রেমিক সন্ন্যাসী একদিন আবার উঠবে গেয়ে
"আমার সোনার বাংলা"
পাহাড় সমতল খাল বিল নদীর আঁকে বাঁকে।

Comments

    Please login to post comment. Login