প্রথম অধ্যায়: পরিচয়
বর্ষার এক দুপুরে, ছোট্ট শহর রাঙামাটির এক পুরনো বাড়িতে মিলিত হয় দুই আত্মীয় পরিবার। ছুটি কাটাতে ঢাকা থেকে এসেছে ইশরাত আন্টির পরিবার। সেই পরিবারের ছেলেটি — সাফওয়ান।
আর এ বাড়ির মেয়ে — আফনান।
দুজনেই সমবয়সী, ক্লাস ইলেভেনে পড়ে। শৈশবে কয়েকবার দেখা হলেও, এখন অনেক বছর পর আবার দেখা।
শুরুতে একটু আনকোরা লাগলেও, দুদিনের মধ্যেই দুজনের মধ্যে একধরনের সহজ বন্ধুত্ব গড়ে ওঠে। গল্প, হাসাহাসি, ছেলেমানুষি চলতে থাকে অনবরত।
সেই বিকেলে বৃষ্টি ভেজা বারান্দায় দাঁড়িয়ে সাফওয়ান বলেছিল,
"আফনান, তুই জানিস? তোর সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে।"
আফনান মৃদু হেসে উত্তর দিয়েছিল,
"আমারও। তুই আসবি তো আবার?"
সেই একটা মুহূর্তেই যেন হৃদয়ের মধ্যে কোথাও নরম করে বাজতে শুরু করে একটা অচেনা সুর।