বাসর রাতের ভালোবাসা
নববধূর সাজে স্নিগ্ধ আলোয় বসে আছে তৃষা। লাল শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা লজ্জা, কপালের সিঁদুর, আর গলার হালকা কম্পন—সব মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি ছুঁয়ে যাচ্ছে তাকে।
অরিত্র দরজা ঠেলে ঘরে ঢুকল। ওর চোখে আনন্দ আর উত্তেজনার ঝিলিক। ধীরে ধীরে এগিয়ে এসে সে তৃষার সামনে বসল। তৃষা লজ্জায় চোখ নামিয়ে নিল।
অরিত্র হেসে বলল, "এতো লজ্জা পেলে চলবে? আজ তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত!"
তৃষা আস্তে বলল, "সুন্দর রাত ঠিকই, কিন্তু মন