পোস্টস

চিন্তা

ভক্তের অধীন হও চিরদিন (প্রিমিয়াম)

২২ মে ২০২৪

স্বকৃত নোমান

মহিষাসুর পুত্র গজাসুর একবার শুরু করলেন ঘোর তপস্যা : ওম নমঃ শিবায়ঃ। বহু বছর একঠাঁয় তপ করার পর শিব তাকে দর্শন দিলেন। দিতেই হবে। কেননা ভগবানও যে ভক্তের অধীন! সেই ভক্ত মানব হোক, দানব হোক, গন্ধর্ব হোক, অসুর হোক কিংবা সাপ-শেয়াল যা-ই হোক। ভক্ত যখন ভগবানকে ডাকবে, ভগবানের সাড়া না দিয়ে উপায় নেই। শিব বললেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট। বলো গজাসুর, কী বর চাও তুমি? গজাসুর বললেন, হে মহাদেব, আপনি আমার উদরে স্থিত হউন, আমার উদরে হোক আপনার বাস—এটাই আমার চাওয়া। ভক্তের চাওয়ামতো শিব স্থিত হয়ে গেলেন গজাসুরের উদরে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।