মেঘাগুনে প্রেমাগুনে—
স্নিগ্ধ তুমি লাল আগুনে
আগুন লাল তোমার পালক
ইলশেগুঁড়ি চোখের পলক
মনের গড়ন মিলুক মনে
কৃষ্ণচূড়ার গালে গালে।
লাল ফুলের ঐ মন
যদি পাই মরতে পারি
না পাইলে বুকের জ্বালা
সব পেয়েও সর্বহারা।
মেঘাগুনে প্রেমাগুনে —
বৈশাখ পুড়ে তোর আগুনে
মন থাকে মন গাছের ডালে
কৃষ্ণচূড়ার গালে গালে
ঝড়ো হাওয়া চোখের চাওয়া
ইলশেগুঁড়ি সর্বহারা।
বৈশাখ পুড়ে দিশেহারা
কৃষ্ণচূড়া ফুলের খেলা
গাছে গাছে পাখির মেলা
কৃষ্ণচূড়া মনের মায়া।