এক কালো মানু্ষ একদিন তার কাপর খুলে ফেলল ও বরফ হাতে নিল এবংবরফ দিয়ে নিজের শরীরকে ঘষা শুরু করলো।তাকে বলা হলো যে কেন তুমি বরফ দিয়ে তমার শরীর ঘষছ? সে উত্তর দিল,আমি ফর্সা হয়ে যাবো। এ কথা শুনে একজন জ্ঞানী লোক তার কাছে আসলো এবং তাকে বলল,তুমি নিজেকে কষ্ট দিও না।কেননা,তোমার শরীর বরফকে কালো করতে পারে,কিন্তু তা কখনো তোমার শরীরের কালো দাগ দূর করতে পারবে না।