Posts

গল্প

কয়লা ধুইলেও ময়লা যায় না!

April 23, 2025

Farjana 1234

Original Author আল্লামা মুহাম্মাদ আহসান নানূতবী

62
View

এক কালো মানু্ষ একদিন তার কাপর খুলে ফেলল ও বরফ হাতে নিল এবংবরফ দিয়ে নিজের শরীরকে ঘষা শুরু করলো।তাকে বলা হলো যে কেন তুমি বরফ দিয়ে তমার শরীর ঘষছ? সে উত্তর দিল,আমি ফর্সা হয়ে যাবো। এ কথা শুনে একজন জ্ঞানী লোক তার কাছে আসলো এবং তাকে বলল,তুমি নিজেকে কষ্ট দিও না।কেননা,তোমার শরীর বরফকে কালো করতে পারে,কিন্তু তা কখনো তোমার শরীরের কালো দাগ দূর করতে পারবে না।

Comments

    Please login to post comment. Login