Posts

কবিতা

ফিজিক্স শেখা

April 23, 2025

Lesan Ahmed

148
View

                    ফিজিক্স শেখা 

ফেল করার ঠেলায় পড়ে শিখছি ফিজিক্স আমি

স্বপ্ন আমার নভোচারী, হব আকাশগামী।

গতি,বল আর কাজ-ক্ষমতা করে আমি ক্লান্ত 

পরের অধ্যায় চাপাচাপি,হতে পারিনি ক্ষান্ত।

বরফ গলবে না রয়ে যাবে ভেবে মাথা নষ্ট

কেন তাপমাত্রা কমে বাড়ে,বাড়াই শুধু কষ্ট।

তরঙ্গের স্রোতের ঠেলায় ভেসে যাচ্ছি আমি 

নভোচারী হওয়ার স্বপ্ন এখন ডিরেক্ট কবরগামী।

প্রতিফলন আর প্রতিসরণে চোখে দেখছি তারা 

এখন কিভাবে পাস করব আমি ফিজিক্স শেখা ছাড়া!

সামনের দুটি অধ্যায় দেখলাম স্থির ও চল তড়িৎ,

হাই ভোল্টেজ শকে আমার হারালো সংবিৎ।

শিকারি কেন গুলি ছোড়ে,বাঘে করে তাড়া 

আমরা নাকি হাঁটতে পারি না নিউটনের থার্ড ল' ছাড়া।

এতকিছু জানতে নাকি ফিজিক্স শেখা লাগে 

জানতাম যদি ফিজিক্স এমন সাইন্সটা বাদ দিতাম আগে।

 

Comments

    Please login to post comment. Login

  • Arik Alam 7 months ago

    চমৎকার কবিতা ❤️‍🔥

  • Lesan Ahmed 7 months ago

    কেমন লাগলো কবিতাটি জানাতে ভুলবেন না কিন্তু।