একজনেরে মন দিছিলাম।
নান্দাইলের জাহাঙ্গীর পুর ইউনিয়নের রায়পাশা গ্রামে। সেও দিছিলো—
গ্রামের নাম রায়পাশা- মায় করে না পুতের আশা!
চইলা আসবার সময় দুইটা মুরগীর বাচ্চা কিইনা দিছিলাম। কইছিলাম মুরগী বড় অইবে, ডিম পাড়বে, বাচ্চা দেবে। আর আমি তহন আইয়া খামু.......
কিন্তু কই? আর তো যাওন অইলো না।
স্বপ্নের বাগানে স্বপ্নকে রোপন করলেও চারা গজালো না। ফুল গাছে ফুটলো না প্রেমের ফুল
তারপর এই দীর্ঘদিনে আঁখি পল্লবে পড়লো কালো দাগ, বুকের ভেতর কতশত শোকের রেখা
কতজনেরে দেখলাম, কতজনের সাথে হইলো না দেখা।
এমনতর জীবনেরে খ্যাতা পুরী!
কইছিলো গাঁয়ের মনমোহিনী। আরো কইছিলো, মন্থন শেষে আমি কার বাল? আমারে ছাইড়া তুমি কান্দাও কোলের ছাওয়াল।"
সত্যি ই কি অইলো তাই ?
জীবনের মন্থন শেষে আজ আমরা সময়ের ঘেরাটোপে
এই আছি, এই নাই
জীবন সত্যি ই পুড়ে পুড়ে অবশেষে হয়ে আছে
এক রত্তি ছাই।