Posts

উপন্যাস

you need power to live

April 25, 2025

Mahdin Mahin

111
View

আমি মাথা হেলে পকেটে হাত রেখে ভার্সিটিতে যাচ্ছিলাম। এমন সময় এক ছেলে দাক দিলো।

নিল: excuse me!

রাকিব:......!

নিল:  excuse me! সাদা শার্ট, কালো প্যান্ট তোমাকে বললাম।

রাকিব: আমি রাকিব। আমাকে বললে?

নিল: হ্যা! তুমি কি আমাকে বিজ্ঞান  দ্বিতীয়  বর্ষের রুমে নিয়ে যেতে পারবে?

রাকিব: হ্যাঁ, চলো। আমিও ওখানেই যাচ্ছি।

*রুমে চলে এলাম আমরা। অনেকেই রাগান্বিত চোখে দেখছে আমাকে। কেউ আমাকে সহ্য করতে পারে না। অন্যদিকে নতুন ছেলেটি কিছুই বুঝতে পারছে না। সে ভাবছে, সবাই তাকেই দেখছে। এরই মধ্যে দুজন এসে আমার কাছে টাকা চাচ্ছে।

১ম জন: ওই ২০০ টাকা দে।

*আমি টাকাগুলো গুনে বললাম।

রাকিব: কিন্তু আমার কাছে তো ২০০ টাকা হচ্ছে না। আর যা টাকা আছে, তাতে তো আমায় বাড়িতেও যেতে হবে।

২য় জন: আরে বুঝিস না কেন? emergency  তো।

নিল: emargency হলে আমি দিয়ে দিচ্ছি।

১ম জন: এই তোর লজ্জা শরম নেই নাকি? ছেলে নতুন আসছে আবার তার কাছ থেকে কেন?

২য় জন: তোর কাছে আসায় দেখছি ভুল হয়েছে আমাদের।

*এই বলে অপমান তো করল ঠিকই আবার টাকাও সব নিয়ে গেল। ওদের কোন emargency নেই। গিয়ে চা, সিগারেট ও cold drinks খাবে। আমি আমার সিটে গিয়ে বসলাম। এক এক করে সব কাজ শেষ করে বের হয়ে এলাম। এখন হেঁটে বাড়িতে যেতে হবে। কারণ, টাকা সব নিয়ে গেছে। 

Comments

    Please login to post comment. Login

  • saleh muhammed 7 months ago

    ইন্টারেষ্টিং, বাকিটা পড়ার অপেক্ষায়।

  • RASEL MOSTAFA 7 months ago

    very good. excellent