স্বর্গীয় বারান্দা
আমি বসে আছি ডিয়ারএমসির ছাতার নিচে
প্রকৃতির নির্মল হাওয়া আমার কাছে আসছে ভেসে ভেসে,
মনে হচ্ছে আমি বসে নেই কোন ছাতার নিচে
যেন বসে আছি কোনো স্বর্গীয় বারান্দায়!
হঠাৎ দেখি আকাশ থেকে নেমে আসছে ঝিরঝির বৃষ্টি,
আহা! মহান সৃষ্টিকর্তার এ কি অপরূপ সৃষ্টি।
ছাতার নিচ থেকে দেখছি আমি ওই দূরের গাছগুলোকে,
বৃষ্টির শীতল জলে যেন তাদের প্রাণ জুড়াচ্ছে।
আনন্দে ছোট্ট প্রাণিরা এদিক-ওদিক ছোটাছুটি করছে,
কদম-কেয়ার অস্ফুটিত ফুলগুলো একে একে ফুটছে।
হয়তো ছেড়ে যাব কোনোদিন এই স্মৃতিময় প্রাঙ্গণ,
কিন্তু ভালোবেসে যাবো আমি এ কলেজকে আজীবন।