Posts

নিউজ

হান কাংয়ের নোবেল প্রাইজের লেকচার বুক প্রথম দিনেই ১০ হাজার কপি বিক্রি

April 25, 2025

নিউজ ফ্যাক্টরি

142
View

নোবেল বিজয়ী লেখক হান কাংয়ের বহুল প্রতীক্ষিত নতুন বই 'লাইট অ্যান্ড থ্রেড' প্রথম দিনেই দক্ষিণ কোরিয়ায় অনলাইনে ১০ হাজার কপি বিক্রি হয়েছে। কোরিয়ান খুচরা বিক্রেতারা এই তথ্য জানিয়েছে। এই বইয়ে ২০২৪ সালের ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া হান কাংয়ের বক্তৃতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।  

হানের নোবেল বক্তৃতা থেকে এই বইয়ের নাম দেওয়া হয়েছে। এটি গত অক্টোবরে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর দক্ষিণ কোরিয়ায় প্রকাশিত তার প্রথম বই।  ননফিকশন এ বইটি বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মুনহাকডংনে পাবলিশিং গ্রুপ প্রকাশ করেছে।   

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বই বিক্রেতা এবং প্রকাশনা সূত্রের তথ্য অনুযায়ী, বইটি ২৪ ঘণ্টার মধ্যে কোরিয়ার তিনটি প্রধান অনলাইন খুচরা বিক্রেতা - কিয়োবো বুক সেন্টার, ইয়েস২৪ এবং আলাদিনের মাধ্যমে প্রায় ১০ হাজার কপি বিক্রি হয়েছে।

এই প্ল্যাটফর্মগুলো একসাথে অনলাইন বই বাজারের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে। বইটি কিয়োবো এবং আলাদিনের দৈনিক বিক্রির তালিকায় ১ নম্বরে এবং ইয়েস২৪ এ ২ নম্বরে স্থান পেয়েছে।    

কোরিয়ান ভাষায় লেখা ১৭২ পৃষ্ঠার এই বইটিতে ১২টি প্রবন্ধ এবং কবিতা রয়েছে। শুরুতেই রয়েছে হান কাংয়ের নোবেল বক্তৃতা। এরপর পূর্বে প্রকাশিত পাঁচটি কবিতা এবং একটি প্রবন্ধ। এছাড়া তিনটি নতুন প্রবন্ধও এতে স্থান পেয়েছে। এগুলো হলো, ‘নর্থ-ফেসিং গার্ডেন’, ‘গার্ডেন ডায়েরি’ এবং ‘আফটার লিভিং অন’। চলতি বছরের সেপ্টেম্বরে বইটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login