Posts

কবিতা

তোমায় ছোঁবে বলে

May 22, 2024

রায়হান আহমেদ তামীম

177
View
তোমাকে ছোঁবে বলে

       

যদি কোনো বৃষ্টি ভেজা রাতে 
তোমার চোখে ঘুম না আসে,
জানালার পাশে তুমি এসে দাঁড়িও।
ভুল করে যদি আমার কথা মনে পরে যায়,
গ্রিলের ওপাশে দু'টি হাত বাড়িয়ে দিও।
আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দেবো।
তোমার মনে জমে থাকা সকল কষ্ট ধুয়ে দেবো।
ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমার কোমল নরম মুখটি। না হয় দমকা বাতাস হয়ে ছুঁয়ে
যাবো তোমার চুল।
বুঝে নিও তুমি সেটি বৃষ্টি ছিলনা। 
আমি ছিলাম।আমি কাঁদছিলাম!
আমার সেই কান্নার জলগুলো
বৃষ্টি হয়ে ঝরে পড়ছে...
শুধু তোমায় একটু ছোঁবে বলে…


Comments

    Please login to post comment. Login