আমি আর মানুষ নেই।
আমার গায়ে,
আমার মনে,
আমার পরিচয়ে সীল মোহর লাগিয়ে দেয়া হয়েছে।
আমার মৃত্যু হয়েছে স্বাভাবিক কি অস্বাভাবিক,
তাতেও কেউ আর বলে না মানুষের মৃত্যু হয়েছে।
বলে আওয়ামীলেগের একজন মারা গেছে,
কিংবা বিএনপির কর্মী।
হয়তো একটু লেখালেখি
কিংবা বাম ঘেষা তাদের মৃত্যু হলে বলা হয় একজন নাস্তিক শেষ হল।
মাথায় টুপি, দাড়ি নিয়ে মৃত্যু হলে শুনি জঙ্গীর মৃত্যু হয়েছে।
আমি আর মানুষ নেই।