Posts

নিউজ

'স্যান্ড ক্রিক গণহত্যা' নিয়ে লেখা বই পেল অ্যাস্পেন ওয়ার্ডস প্রাইজ

April 26, 2025

নিউজ ফ্যাক্টরি

148
View

চলতি বছরের অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ জিতেছেন মার্কিন উপন্যাসিক টমি অরেঞ্জ। ২৩ এপ্রিল, অ্যাস্পেন ওয়ার্ডস কর্তৃপক্ষ নিউ ইয়র্ক সিটির দ্য মরগান লাইব্রেরিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সাহিত্য পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে। 'ওয়ান্ডারিং স্টারস' উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পান। 

অরেঞ্জের এই ঐতিহাসিক উপন্যাসটি ২০২৪ সালে প্রকাশিত হয়। এতে ১৮৬৪ সালের স্যান্ড ক্রিক গণহত্যার কারণে ট্রমাটাইজড হওয়া একটি আদিবাসী আমেরিকান পরিবারের একাধিক প্রজন্মের কাহিনী বর্ণনা করা হয়েছে।     

১৮৬৪ সালের ২৯ নভেম্বর মার্কিন সেনাবাহিনীর হাতে ওকলাহোমা রাজ্যের আরাপাহো এবং চেয়েন গোত্রের বহু মানুষ নিহত হয়। এই গণহত্যাটি চিভিংটন গণহত্যা, স্যান্ড ক্রিকের যুদ্ধ বা চেইয়েন ইন্ডিয়ানদের গণহত্যা নামেও পরিচিত।    

টমি অরেঞ্জ জানান, এই উপন্যাসটি লিখতে তার ৬ বছর সময় লেগেছে। পুরস্কার হিসেবে তিনি পান ৩৫ হাজার ডলার।      

উল্লেখ্য, অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি। যেকোনো জাতির লেখকের জন্য উন্মুক্ত এই পুরস্কার। সহিংসতা, অসমতা, লিঙ্গ, পরিবেশ, অভিবাসন, ধর্ম, জাতি বা অন্যান্য সামাজিক সমস্যাকে কেন্দ্র করে লেখা উপন্যাস বা ছোটগল্পের সংকলন এ পুরস্কারের জন্য বিবেচিত হয়। এটি ২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে। 

সূত্র: কিরকাস   


 

Comments

    Please login to post comment. Login