জারুল চোখের নীল
তোমারে দেখেছি লিলুয়া বাতাসে
বৈশাখী তাপে মুখোমুখি সন্ধি যুদ্ধ বিরতি ;
এরপরে — পাতায় দেখি ছায়ায় দেখি
দেখি মেঘেদের ভীড়ে জনমের দুঃখ দেখি
তোমার নরম গালে।
126
View