১.
প্রেমের আগুন জ্বলছে বুকে; পাঁজর পুড়ে ছাই
আগুনে পুড়ে যে কাঠ ; কয়লা হয়ে ওঠার স্বাদ।
২.
চাল নেই চুলা নেই ; নেই কবিতার স্বাদ
পুঁজিবাদী প্রেম সমাজে প্রেমিক হওয়ার সাধ।
৩.
শরীর রয়েছে মরে গেছে মন — কি অপূর্ব ব্যাখ্যা!
মুখোমুখি নিরবতা; নিঃশব্দে চেয়ে থাকা।
৪.
জীবন দিয়ে মিছিল করে গরীব বাপের পুতে
ক্ষমতায় রোজ মেতে ওঠে এমপি যাহার বাপে।
৫.
পাপের কাছে পাপ গেলো মিটিমিটি হেসে
একটুপরেই ধ্বংস হলো পাপের বড় বাপে।
৬.
লোকের মুখে হাজার কথা — ভালো মন্দ জানি।
ভালোর ভালো আমিই ভালো; মন্দ জানুক লোকে।
৭.
আকাশ ফেটে জলের ফোঁটা — বিন্দু বিন্দু জল
ইলশেগুঁড়ি বৃষ্টি তুমি ; ছাতা হওয়ার শখ।
৮.
অনিদ্রায় করুন চোখ স্বপ্ন দেখুক যতই ভুল — রাতের মায়ায় জেগে থাকা নিঃসঙ্গ ঝিঁঝি পোকা।
৯.
অহংকারী পাথিক তুমি অহংবোধেই মরো
একটুখানি পথ হেঁটেই পথিক কেনো ভাবো?
১০.
বুকের মাঝে জেঁকে বসা একপাক্ষিক প্রেম
অবশেষে বুঝতে হবে — মূল্যপ্রিয় যুগ কিছুটা সুখ বাকিটা দুঃখ।
১১.
সাচ্চা প্রেমিক ভবঘুরে কুয়াশায় অস্পষ্ট
প্রেমিকারা জেনে নিও ভালবাসা গোপনেই শ্রেষ্ঠ।
১২.
মনের মানুষ মনের ব্যাথা প্রতিদিনের হাজার কথা
মনে আছে যতকথা সবই কেমন কথার কথা; একটুখানি কথার ব্যাথা।
১৩.
বাপের দেশে রাজনীতিতে রক্ত প্রিয় সব মানুষে মুক্তি মিছিল করছে যারা ; বন্দী জীবন তাদের ছায়া।
১৪.
মানুষ মরে যখন তখন ; মৃত্যুর আয়োজন — স্বল্প আয়ু বর্গা নিয়ে ; ক্ষয় হয়েছি মানুষ চিনেই।
১৬.
যতটুকু অন্ধকার ততটুকুই আলো ; এগিয়ে চলো পথের দিকে — আলোর নিচে অন্ধকার ব্যাকস্পেসই আলো।
১৭.
জ্বলছে আগুন দাবানলে পাঁজর ঘেষে মনের বনে।
বন পুড়ে ছাই। মনের পুড়া বনবাদাড়ে দেখার কিছুই নাই।
১৮.
সব ঘর এলোমেলো ঘরবাঁধার সুখ নাই — রাত্রী এলেই ঘরের ভেতর প্রেমের বিরোধ ভাই।
১৯.
জীবন দেখি বাপের মতো — বাপের জীবন নাই;
মায়ের কাছে ধারে চলে বাপের জীবন তাই।
২০.
জীবন নিয়ে বোঝাপড়া — মানুষ মাত্রই সর্বহারা;
জীবন খুঁজে মরে তারা ; ছোট্ট জীবন কত মায়া।
২১.
কথা তো আনারকলি প্রেম প্রেম পাগলামি ;
মগজ যখন যুদ্ধ করে — নিরব হয়ে চেয়ে থাকে।
২২.
কাপলেট ত নতুন নয় পুরুনো কিছু প্রেম
খালবিল শুকিয়ে গেলে কুয়োর ভেতর ডুবে মরে।
২৩.
স্মৃতিকথা ফ্যাসিবাদী জুলাই বিপ্লব অস্ত্রধারী ; যদি করিস বাড়াবাড়ি লাল চেতনায় আগুন জ্বালি।
২৪.
না ঘুম না জাগরণ। হায় তুমি মানুষ। কথা না বলে অপেক্ষা করো এখনো রাত্রী অনেক বড়।
২৫.
শেষ হয়েও হয় না শেষ; এই তোমার স্বভাব বেশ। স্বভাব সুলভ শেষের গানে, পাড় ভেঙে যায় নদীর টানে।