Posts

কবিতা

প্রবঞ্চনা (Premium)

April 28, 2025

ali hossain

0
sold
প্রবঞ্চনা
—আলী হুসাইন

প্রতিদিন বলি ভালো হয়ে যাব
ছেড়ে দেব সব পাপ,
আজকের পর বিধাতার কাছে
চেয়ে নেব খুব মাফ।
এভাবেই চলে দিনপর দিন
ফুরায় জীবন কাল;
কারো ষাট কিবা সত্তর সাল।
তবুও জাগে না সুবোধখানি
আসে নাকো সু-সময়,
স্বার্থ কিংবা লোভের মুখে
টিকে না খোদার ভয়।
প্রতিদিনের এ প্রবঞ্চনায়
বেড়েই চলছে দেনা,
সহসা আবার অচেনা সুরে
আসে মৃত্যুর হানা।
অপেক্ষা নয়, এখনই সময়
সুপথে ফেরার ভাই!
হায়াত ফুরালে জীবনে তোমার
সুযোগ যে আর নাই।


প্রবঞ্চনা
—আলী হুসাইন

প্রতিদিন বলি ভালো হয়ে যাব
ছেড়ে দেব সব পাপ,
আজকের পর বিধাতার কাছে
চেয়ে নেব খুব মাফ।
এভাবেই চলে দিনপর দিন
ফুরায় জীবন কাল;
কারো ষাট কিবা সত্তর সাল।
তবুও জাগে না সুবোধখানি
আসে নাকো সু-সময়,
স্বার্থ কিংবা লোভের মুখে
টিকে না খোদার ভয়।
প্রতিদিনের এ প্রবঞ্চনায়
বেড়েই চলছে দেনা,
সহসা আবার অচেনা সুরে
আসে মৃত্যুর হানা।
অপেক্ষা নয়, এখনই সময়
সুপথে ফেরার ভাই!
হায়াত ফুরালে জীবনে তোমার
সুযোগ যে আর নাই।










This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • ali hossain 7 months ago

    হায়াত ফুরালে জীবনে তোমার