এ আমার কর্মফল
কি করে ক্ষমা চাইবো
পশু তো নই
আমি যে মানুষ।
আমার দিকে চেয়ে নয়
অভাগা প্রকৃতির দিকে একবার চেয়ে দেখ,
ওদের কি দোষ?
আমার কর্মফল আমাকে ভোগ করতে দাও।
পাখিদের নয়,মূক পশুদের নয়, নীল আকাশকে নয়
শুধুই আমাকে দাও।
প্রশান্তি প্রকৃতির বুকে ঢেলে দাও
সে সুধায় সিক্ত হোক নিস্পাপ মানব শিশু,
জেগে উঠুক নির্মল আগামীর বোধ।