Posts

ইন্টারভিউ

সাক্ষাৎকারে নির্মলেন্দু গুণ: কবির সম্পর্কে যে ধারণা মানুষের মনের মধ্যে আছে, সেটা তো আমি না (Premium)

May 22, 2024

Shifat Binte Wahid

Original Author সিফাত বিনতে ওয়াহিদ

0
sold
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্লাজাতে আমি সবচেয়ে বেশি জুয়া খেলেছি। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন, তাকে আমি একটা চিঠি লিখেছি- অ্যা লেটার টু দ্য নিউলি ইলেকটেড প্রেসিডেন্ট! তার ওয়েবসাইটে আমি সেটা পোস্টও করেছি। সেখানে আমি লিখেছি- আপনার ট্রাম্প প্লাজাতে আমি অনেকদিন জুয়া খেলেছি এবং অনেক টাকা হেরেছি; (হি ডিক্লিয়ার হিমসেলফ ব্যাংক-রাপ্ট থ্রাইস অর ফোর্থ টাইম। হি নিউ হাউ টু চিট দ্য আমেরিকান সিস্টেম) আপনি নিজেকে ব্যাংক-রাপ্ট ঘোষণা করেছিলেন; আপনার কাছে তখন অর্থ দাবি করা সমুচিত হবে না ভেবেছি, এখন তো আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, এখন যদি আপনি টাকাটা ফেরত না দেন, অন্তত আপনার কনভেকশনে আমাকে ডাকবেন। আপনার ক্যাসিনোতে আমি আবার খেলতে চাই। আর আপনার কাছে আমার একটাই আর্জি- আপনি আমার কথা বিবেচনা করে, বাংলাদেশের অভিবাসীদের সাথে কোনো দুর্ব্যবহার করবেন না! আমি হ্যাপি ছিলাম ট্রাম্প জয়ী হওয়ার কারণে। কারণ হিলারি সম্পর্কে আমার ডিজার্ভেশন ছিল। আমার বন্ধু শেখ হাসিনাকে নানাভাবে নাজেহাল করার প্রস্তুতি তার মধ্যে ছিল এবং তিনি ইতোপূর্বেও সেটা করেছেন। ফলে আমি চাইনি হিলারি ক্লিনটন জিতুক।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login