তাহলে পুড়ুক সব
এমন জৈষ্ঠ্যের মাসে যদি নাকাড়া বাজে যুদ্ধের
তবু কি ভাঙবে ঘুম ধ্যানরত গৌতম বুদ্ধের?
এ তল্লাটে বারুদের গন্ধ যে বেরোচ্ছে তীব্রতর
কে ঠেকাবে, কে মেটাবে ঝনঝন যুদ্ধ ঘোরতর?
মানুষ, মানুষ নাই অমানুষ হয়ে গেছে কবে
ধর্মটারে পুঁজি করে বাড়াচ্ছে হাত বিত্তে বৈভবে।
কী করে চলবে তবে? বৈরি চিন্তা যদি মন মাঝে
উঁকি দেয় রাতদিন, যদি লোভ লালসার কাজে
ফুরিয়ে যায় সময়, কী করে শান্তি হবে ধরায়?
তাহলে পুড়ুক সব হিংসার আগুন ও খরায়।