পোস্টস

প্রবন্ধ

জীবনানন্দ কি আত্মহত্যা করেছিলেন? (প্রিমিয়াম)

২২ মে ২০২৪

অলোক আচার্য

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে বলেছিলেন চিত্ররূপময়। বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতম কবি। এ ছাড়াও রূপসী বাংলার কবি, তিমির হননের কবি উপনামগুলো তার নামের সঙ্গে যোগ হয়ে গেছে। বেশ কয়েকটি উপাধিতে তাকে ডাকা হতো। এতসব উপাধি ও ছদ্মনাম যার, তিনি রবীন্দ্র পরবর্তী যুগে সবচেয়ে আধুনিক কবিতায় অন্যতম। যার কবিতায় শুধুই মুগ্ধতা। নামের সঙ্গে আনন্দ শব্দটি জড়িত থাকলেও বাস্তবিক জীবনে তার জীবন ছিল নিরাশাপূর্ণ। তার কবিতা বর্তমান কবিদের প্রভাবিত করলেও তার জীবদ্দশায় তিনি তা দেখে যেতে পারেননি। বেশি জনপ্রিয়তা পেয়েছেন মৃত্যুর পর। তার কর্মের সমাদর হয়েছে মৃত্যুর পর। সত্যি বলতে, সময় যত যাচ্ছে তার কবিতার প্রতি এবং কবির প্রতি আধুনিককালের কবিদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। যা অন্য কোনো কবির ক্ষেত্রে লক্ষ করা যায়নি।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।