বেওয়ারিশ লাশ হয়ে পর্বতের ওপাশে
তোমাকে খুঁজে যাই
জীবনের প্রান্তর ছেড়ে মরুর তেপান্তরে
নদীর কিনারায় খোলা চুলে
চুপচাপ তুমি দাঁড়িয়ে থাকো
খোপায় গুজে রাখো রক্তাক্ত গোলাপ;
পর্বতের শিঙ্গ থেকে মসজিদের এক কোনায়
মাধবীলতা পেঁছিয়ে বন্ধন তৈরী করো
প্রেমের বন্ধন।
This is a premium post.