Posts

নিউজ

'দ্য রাইডার্স' উপন্যাস নিয়ে বানানো সিনেমায় অভিনয় করবেন ব্র্যাড পিট

April 30, 2025

নিউজ ফ্যাক্টরি

127
View

অস্ট্রেলিয়ান উপন্যাসিক টিম উইন্টনের ‘দ্য রাইডার্স’ নামের উপন্যাসটি নিয়ে সিনেমা বানানো হচ্ছে। এই সিনেমায় অভিনয় করবেন হলিউড তারকা ব্র্যাড পিট। 

দ্য রাইডার্স ১৯৯৪ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে ফ্রেড স্কালি নামের একজন অস্ট্রেলিয়ানের গল্প বলা হয়েছে, যিনি তার ৭ বছর বয়সী মেয়ে বিলিকে সঙ্গে নিয়ে তার নিখোঁজ স্ত্রী জেনিফারের সন্ধানে বের হন। এই বইটি ১৯৯৫ সালের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।   

দ্য রাইডার্স সিনেমায় বিখ্যাত অভিনেতা ব্র্যাড পিটকে দেখা যাবে। এটি পরিচালনা করবেন এডওয়ার্ড বার্গার। এর আগে তিনি ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এবং 'কনক্লেভ' পরিচালনা করেছিলেন।    

দ্য রাইডার্সের চিত্রনাট্য লিখবেন ডেভিড কাজগানিচ। ছবিটির প্রযোজকদের মধ্যে রয়েছেন ব্র্যাড পিট, এডওয়ার্ড বার্গার, কাজগানিচ এবং রিডলি স্কট। 

উল্লেখ্য, এর আগেও টিম উইন্টনের একাধিক উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ এবং সিনেমা বানানো হয়েছে। তার লকি লিওনার্ড সিরিজের শিশুতোষ বইগুলো নিয়ে অস্ট্রেলিয়ায় লকি লিওনার্ড নামের একটি টিভি সিরিজ নির্মিত হয়েছিল। এই সিরিজ ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। তার উপন্যাস ‘ডার্ট মিউজিক’ ২০০২ সালের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল। ২০১৯ সালে এই উপন্যাস অবলম্বনে একটি সিনেমা তৈরি হয়। গ্রেগর জর্ডান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন গ্যারেট হেডলুন্ড এবং কেলি ম্যাকডোনাল্ড। 

সূত্র: দ্য গার্ডিয়ান    

Comments

    Please login to post comment. Login