"প্রেম হউক"
আমারও প্রেম হউক,
শহরজুড়ে জোছনার আলোর রশ্মি বেয়ে প্রেম নামুক।
তোমার-আমার গুঞ্জনে,
নগরের অলিগলি মুখরিত হউক।
জোছনার দৃশ্যটা এক মূহুর্তের জন্য আমাদের হউক,
গোধূলি লগ্নে শহরতলীর ফুটপাতটা আমাদের হউক,
ভরদুপুরের পুকুর পাড়ে আমাদের প্রেম জমুক,
বর্ষার বারিধারায় আমাদের প্রেম ঝড়ুক,
এ শহর,নগর,অলিগলি আমার প্রেমের স্বাক্ষী হউক।
মুখ উঁচিয়ে আমার প্রেম নিবেদন হউক,
মুখ লুকিয়ে তো মানুষ নিষিদ্ধ পল্লীতে যায়,
প্রেম তো জনসম্মুখেও হয়।
This is a premium post.