Posts

প্রবন্ধ

হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন

May 1, 2025

Rakib Shafqat Reza

Original Author Original

127
View

শুক্কুরবাড়িয়া দিন, আল্লাহ-খোদার খোঁজ নেয়া দরকার।

- হে খোদা, তুমি কোথায় ?
- বনানীর Jatra Biroti তে break এ chill করছি। রাকীব - এসো, কথা হবে !

ফেব্রুয়ারী মাসে কেউ ‘ এসো, কথা হবে’ বললে আতংক লাগে। না জানি জোর করে হাতে নিজের অটোগ্রাফয়ালা বই ধরায় সেলফি তুলে বসে। খোদায় ডাকসেন, না গিয়ে কি উপায় ?! তো গেলুম।

আশেপাশে খুজে খোদারে তো পাই না। হবে হয়তো আছেন কোন চিপায় – বুদ্ধের মুর্তি কেনায় ব্যাস্ত ! আমিও একটু ঘুরে দেখি কি এই জায়গা।

যেই না পা দিবো, অমনি আকাশের খোদা, অদৃশ্য থেকে হো-হো-হো করে হাসিয়া আমাকে সেখানেই যেন কটাক্ষ করিলেন !

আমরা যে ইট দেখি, সবচেয়ে ভালো যে ইটের দাম ১০ টাকা/পিস; এখানে সেটা বিক্রি হচ্ছে ২০০০ টাকায় ! ২০০০ টাকা + ভ্যাট …

শেখ মুজিবের বাড়ির এক ইট মেরে দিসি। সেই ইটের দামও তো এত না !

-খোদা তুমি কই?
-এতকাল যে বলতা ' দড়ি ফালাও, বায়া উডি যাই' – মনে আছে রাকীব ?
- আছে আছে। তো হইসে কি ?
- তোমাদের ইটের দাম দেখে শেষমেশ নিজেই সেই দড়ি বায়া উপ্রে আইসা পড়সি। তুমিও এসো, কথা হবে … !

- রাকীবামানিবাস
২৮শে ফ্রেব্রুয়ারী,২০২৫

Comments

    Please login to post comment. Login