প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সুব্রত সেনগুপ্ত’। এই ছবিটি পরিচালনা করেছেন আবীর ফেরদৌস মুখর ৷ ২৫ মিনিটের এই সিনেমাটি বৃহস্পতিবার (১ মে) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে।
নব্বইয়ের দশকের শেষ দিকে এই উপমহাদেশজুড়ে ব্যাপক সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তন হচ্ছিল। সেই সময়ে বেড়ে ওঠা একজন তরুণের জীবনে পরিবার, সমাজ, প্রেম, ধর্ম, রাজনীতি কীভাবে প্রভাব বিস্তার করেছিল, তা সুব্রত সেনগুপ্ত সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য এই সিনেমা নিয়ে আবীর ফেরদৌস মুখর বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন ম্যামের অনুমতিতে আমরা এ কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি।'
তিনি আরও বলেন, ‘সুব্রত সেনগুপ্তের শুটিং শুরু হয় ২০১৮ সালে ৷ এই ছবির সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে। আসলে এই কাজের সঙ্গে প্রত্যেক মানুষের কষ্ট, ভালোবাসা মিশে আছে।’
এই ছবিতে সুব্রত সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন আহসান স্মরণ। এ ছাড়া আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওনসহ আরও অনেকে অভিনয় করেছেন।