পৌষের রাত। এদিকটায় নদী পথ ছাড়া কবরেজের বাড়ি যাওয়ার আর কোন পথ নেই। ঘন কুয়াশায় হাত খানেক দুরেও চোখে কিছু দেখা যাচ্ছে না। বরকত মাঝি ঘাটে বাঁধা নাওয়ের দড়ি খুঁটি থেকে খুলছে। ওদিকে তৈয়ব আলী তার বউ আর তার ভাতিজা আলমগীর নৌকায় চড়ে বসেছে। তৈয়ব আলীর বউয়ের আচরণ অদ্ভুত রকমের। জোরে চিৎকার করে হাসছে আবার কখনও কাঁদছে। মাঝে মাঝে জি¦হবা বের করছে।