Posts

উপন্যাস

ভালোবাসো আমায়

May 2, 2025

Mousume

85
View

আজ সকাল সকাল ঘুম ভেঙে গেল। ভাঙবে না বাড়ির বড় ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরছে।সেই যে 7 বছর বয়সে দেখেছিলাম আর আর কখনো দেখিনি দেখব কি করে সে তো দশ বছর পর বাড়ি ফিরল।

 হ্যাঁ আমি তাসফিয়া। বাড়ির বড় মেয়ে তাসফিয়া ইশরাক তুবা। আমার বড় আরো তিনজন ভাই আছ। আমি পরে আরও তিনজন ছোট বোন।  বোনেদের মধ্যে আমি সবার বড়। 

 (বকাউল বাড়ির কর্তা। রেজাউল করিম বকাউ ল এর সহধর্মিনী খাদিজা বকাউল এর চার ছেলে ও চার মেয়ে।

 ছেলে খবির বকাউল এর সহধর্মিনী হাজের বকাউল তার এক ছেলে ও এক মেয়ে বড় ছেলে আবরার আসিয়ান বকাউল আর ছোট মেয়ে জুবাইদা করিম রাইয়ান।

 মেজো ছেলে মোয়াজ্জেম বকাউল  তার সহধর্মিনী মৌসুমী বকাউল তার এক মেয়ে ও এক ছেলে 

 বড় ছেলে কায়রান বকাউল বলোনি তাসফিয়া ইশরাক তুবা।

 সেজেছেলে বাপ্পি বকাউল তার সহধর্মিনী ঝর্না বকাউল। তার এক ছেলে ও এক মেয়ে বড় ছেলে  তায়েফ বকাউল ও মেয়ে তুরা বকাউল।

 নিজাম বকাউল ছোট ছেলে।তার সহধর্মিনী মেবিন বকাউল  তার এক মেয়ে ফাইজা আয়াত।)

 চারতলা বাড়িটা বাহির থেকে জমিদার বাড়ির মত দেখতে হলেও ভেতরটা ফুল পুরো আধুনিকতার শামিল।

তুবা: আম্মু আম্মু  আমি বের হয়ে গেলাম ইউনিভার্সিটিতে আজ একটু আসতে লেট হবে কিছু কাজ করতে হবে তোমরা চিন্তা করো না এই চারটার মধ্যে বাইরে এসে পড়বো কেউ চিন্তা করো না 

আম্মু : সে কী আজ না তোর ভাই… 

আ আম্মু কি মাঝ পথে থামিয়ে দিয়ে আমি ধরফরিয়ে বললাম 

তুবা : মা আজ অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আমাদের উপস্থি  ত থাকতে প্রিন্সিপাল বলছে ওখানে উপস্থিত থাকতে না পারলে ঝামেলা হবে এছাড়া আমি যেহেতু আমি ক্যাপ্টেন আমাকে তো  থাকতেই হবে। আচ্ছা আমার এখন লেট হচ্ছে আমি যাচ্ছি চারটার দিকে চলে আসবো বাই বাই আম্মু বাই বাই দাদু 

দাদু : দেখে শুনে যাস।

চলবে,,,,,

( জানি 'অনেক ছোট হয়েছে তার জন্য ক্ষমা চাচ্ছি পরেরবার থেকে আরো বড় করে দেওয়ার চেষ্টা করব প্রথম প্রথম লিখছি তো তাই একটু ছোটই হচ্ছে আশা করি ভালো থাকবেন🥹😟 ) 

Comments

    Please login to post comment. Login