Posts

কবিতা

গহীনে আগুন

May 2, 2025

শরীফ এমদাদ হোসেন

78
View

থলে ভর্তি টাকা নিয়ে কিনলাম শূন্যতা

ভরলাম, মন বিলাপের চারা

যে বাগানে রুয়ে দেবো, সে বাগান নিঃস্ব

যেখানে ফোটে না ফুল লাল, হলুদ কিংবা গোলাপি

যে বাগান খাক হয়ে গেছে নিয়তির অভিশাপে

যেখানে কেবল কৃষ্ণ ধোঁয়া, গনগনে আগুনের উত্তাপ

চোখের তলদেশে ম্রিয়মাণ ঢেউ

ভাঁজ করা শোকের যাবতীয় অক্ষরমালা।

-

প্রেম ভর্তি চিঠি নিয়ে কিনলাম বিরহ ব্যাকুলতা 

অপেক্ষার তীব্র দহন

রাতের আঁধার বেয়ে নেমে আসা নীরবতা

হাওয়াদের ফিসফাস 

বাঁ পাশের ধুকধুক শব্দের লহরী

কী করে ভাবতে পারি? 

সময় বুঝি, এমনিই হেঁটে যায় সময়ের স্বত্বায়?

--

চাঁদের হাট হতে কিনলাম নির্বাসিত সন্ধ্যা

নিঃস্ব বাগানের ধূমায়িত হুঙ্কার

বলে রাখা বাক্য এক

জীবন তো আলো-আঁধারির হিমাচ্ছন্ন মাঘ

তবু কেন গহীনে আগুনের ভীষণ সূত্রপাত?

Comments

    Please login to post comment. Login