Posts

ভ্রমণ

বাংলাদেশের গুপ্ত বনভূমি হরিণঘাটায় একদিন (Premium)

May 4, 2025

Mainul Islam Risan

0
sold
বাংলাদেশ অপরূপ ও প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি। এদেশে রয়েছে অনেক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য, বহুপুরোনো সংস্কৃতি, চির পরিচিত নদ-নদী আর নানারকম বনভূমি। বনভূমিগুলোর মধ্যে ‘সুন্দরবন’ অন্যতম, যাকে ম্যানগ্রোভ বনভূমি বা লবণাক্ত জলাভূমিও বলে। এটি বাংলাদেশের দক্ষিণের বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তৃত। বাংলাদেশের দুটি বিভাগ খুলনা ও বরিশালের কিছু অংশ জুড়ে এই বন বিস্তৃত। সুন্দরবন সম্পর্কে আমরা অনেকেই জানি তাই আজকে বরং আমরা জানবো সুন্দরবনের খুব কাছের একটি ছোট বন সম্পর্কে। এই বনের নাম “হরিণবাড়িয়া”। কী, হরিণবাড়িয়া নাম শুনেই প্রথমে আমাদের কার কথা মনে পড়ে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন হরিণ মানে হরিণের আবাসস্থল হরিণবাড়িয়া। তবে বনের নাম হরিণবাড়িয়া হলেও হরিণের দেখা পাওয়া ভাগ্যের সহায়তা ছাড়া সম্ভব হবে না।

চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক হরিণবাড়িয়া কোথায়? কী রয়েছে এখানে? এবং কিভাবে যাওয়া যায়?
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই বনভূমির বিস্তৃতি। হরিণবাড়িয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইউনিয়নে অবস্থিত। আপনার মনে প্রশ্ন জাগতে পারে এর নাম তো হরিণবাড়িয়া তবে হরিণঘাটা ইউনিয়ন কেনো? আসলে স্থানীয় লোকজন হরিণবাড়িয়াকে হরিণঘাটা নামে চিনে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login