Posts

কবিতা

আর্দ্র ক্ষুধার ভাঁজ (Premium)

May 23, 2024

নিষাদ নাঈম


যে ইঁদুরগুলা মুখে ফসল নিয়ে দৌড়াচ্ছে
তাদের মগজে ভাসছে একটা
গভীর গর্তের মানচিত্র
যেনো তারা মুখের ফসল নিয়ে নিশ্চিন্তে
লুকাতে পারে সেই গভীর গুহায়
তারপর তারা
একনাগাড়ে তিরিশ দিন
অপেক্ষায় থাকবে আরও বেশি ফসলের
তাদের এই অপেক্ষা হয়তো কয়েক বছর
এমনকি কয়েক যুগ পর্যন্ত দীর্ঘ হতে পারে
আর এই দীর্ঘ অপেক্ষায়
এমনও হতে পারে যে, তারা ফসল চুরির
যাবতীয় কলাকৌশল ভুলে গেছে
আর এমন যদি হয়? তাদের
স্ত্রী-সন্তানেরা তখন আরও
অসংখ্য পরিপক্ব বীজের অঙ্কুরিত হবার
আশায় দিন গুনতে থাকবে
যেনো নতুন ফসলের ঘ্রাণে তারা
পূর্বের অভিজ্ঞতার কথা মনে করতে পারে
তারপর ওই ইঁদুরগুলা পুনরায় মুখে নতুন ফসল
নিয়ে দৌড়াতে থাকবে
আর তাদের মগজে ভাসতে
থাকবে একটা গভীর
গর্তের
মানচিত্র, যেনো সেই গর্তের গহীনে চুরি করা
মুখের ফসল নিয়ে অনায়াসে লুকাতে পারে তারা—

This is a premium post.

Comments

    Please login to post comment. Login