বিদ্রোহ বুকে,
শিকল মনে।
শুনবে না আহাজারি ,
রক্তে করবে মাখামাখি।
এত ভক্ত,হবে তুষ্ট।
জীবনের সীমানা,
আজও অজানা।
হবো নীর,
লক্ষ্য আমার তীর।
পেলে হবো ধন্য,
মন হবে না ক্ষুণ্ন।
আজ এই রাত্রিতে,
আমি অজানা পথের যাত্রাতে।
সাথে নিয়েছি দুখি সমাজকে,
তাদের সাথে মহাকাল অতিক্রম করবো বলে।
74
View