Posts

কবিতা

স্বৈরাচার

May 4, 2025

Tarikulislam Rifat

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

91
View

নিস্তব্ধ আকাশে ঘুমন্ত পাখির পুঞ্জীভূত ঘৃণার লেলিহান আগুন 
ঘূর্ণি বাতাসে ছড়িয়ে পুড়েছে শহর, নগর, গ্রাম, বন্দর 
পুড়েছে তালুক বাবার ভিটা স্বৈরাচারের মসনদ মন 
কপালের রঙ অহংকারে বদল হয়েছে ছাই জলন্ত 
লাশের অগ্নি মিলন

বঞ্চনা-নিপীড়ন, শোষণের নিয়ম 
চলিতে চলিতে ভেঙে পড়েছে মাঝপথে 
হাহাকারের বুক রক্তে সবুজ, অন্তিম প্রহরে
স্বৈরাচারের মুখোশ খুলে পড়ুক প্রচন্ড আঘাতে

পথে পথে ঘুরে খুঁজে বিধবা, মুখে মুখে স্বাত্বনা 
পিতাহারা কন্যা, পাগল পথিক দার্শনিক পিতা 
নিখোঁজ সন্তানে
নির্যাতনে নিস্তব্ধ মজলুম বোবা আর্তনাদে

ধর্ষণের মুখে পড়েছে লাল কাপড় , হতাশার শরীরে সাদা কাফন
শিক্ষা বিষাক্ত  মাদক ছুবলে,পঁচে মরেছে নীলকুঠিতে
অর্থদন্ড কোষাগার শূন্য , উড়েছে সব বিদেশ বিলাসে
উল্লাস মঞ্চে রক্তের সরাব, ঘামের অর্থে রঞ্জিত মন
বাইজীর নাচনে জল্লাদের থাবা 
কুট নকশায়   ফিরিঙ্গি সেরা!!

নাক ডুবিয়েছে সব পদসেরা, মসনদে মেহনত স্বৈরাচার 
মজলুমের নাচন চিরকাল, বাইজীর মত নিগৃহ তার
ভিটে মাটির নেই বিচার সবই এখন স্বৈরাচার 
কে করিবে কার বিচার, মজলুমের বুকে লাথি মার
পিছনে আছে ফিরিঙ্গি লাল!


ফাগুন এসেছে জলন্ত লাশে অগ্নি এবার ঘূর্ণিপাক
পুড়েছে জগত, অন্তর মন, নীরব ঘাতক স্বৈরাচার 
ফিরিঙ্গি পুড়ুক রক্তিম লালে মুক্তি মিলুক মজলুম সমাজে
সবুজ হাঁসুক শুভ্র বাতাসে, নতুন সূর্যের সীমাহীন আকাশে।


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ৪/০৫/২০২৫

Comments

    Please login to post comment. Login