Posts

কবিতা

স্বপ্নের তেত্রিশ

May 4, 2025

Tarikulislam Rifat

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

92
View

স্বপ্নের তেত্রিশ   দাঁড়িয়ে দুয়ারে, 
পিছনে ফেলে স্মৃতিবিজড়িত দুঃস্বপ্ন, ভয়, আতংক,
হাহাকার জয়ে

শিখিয়েছে পথে পথে ভুলিতে অতীত দীক্ষা পরে
ভবিষ্যতের সীমানায় দাঁড়িয়ে বর্তমান লালনে
উদার পথে ঠকে ঠকে, ভুলে ভুলে মানব চরিত্র 
চোখে ফুটে

স্বার্থ বিনে জীবন পথে প্রশংসাবাণী নাহি ফুটে কারো মুখে
হিংসা, লোভে ছুরি চালায় সেই  মানব পিছে
দোষ ত্রুটি বাতাসে ভাসে পরশ্রীকাতর প্রিয় মুখে
পূর্ণিমা চাঁদ, মধুমাখা রাত, অমাবস্যায় ফিকে হয়

বিপদ, ঘূর্ণি, বাতাসে, দুশমনের বিদ্যুৎ চমকে 
হাড়ে কাঁপন ধরে কনকন , প্রিয় বাঁধন রক্তের বন্ধন উড়ে যায়
ভনভন

বুঝতে বুঝতে কেটে যায় সময় অদূর, অপরাহ্নের সুর 
বেজে উঠে, ফুরিয়েছে বেলা,  সূর্যের রঙ অন্তীম লালে
পরিপূর্ণ ভুবন

বিচিত্র মানব, আপন নয় এই ভুবন! 
ধোঁয়াশার ছায়া, প্রতারকের ধোকা,  মিথ্যের আশ্বাসে
গড়ে উঠা তাসের ঘর
ভেঙে পড়তে পড়তে গড়ে তুলে সৃষ্টা প্রিয় অবিনশ্বর 
দেখিতে ধৈর্য্যের খেলায় কে টলমল!

সাধুতা, পবিত্রতা, মুগ্ধতা নিঃশেষে মিলিয়ে যায় জগত খেলায় 
মানুষ শুধু ভুল ধরে বেঁচে থাকে ভুবন মেলায়
তাসের ঘরে ক্ষণকাল উচ্ছ্বাসে!

তারিখঃ২৭/০৪/২৫
ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
 

Comments

    Please login to post comment. Login