Posts

সত্তাশ্রয়ী

প্রগতিশীল

May 4, 2025

Tarikulislam Rifat

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

105
View

প্রগতিশীল বাতির নিচে অন্ধকারের আর্তনাদ 
মুখভরা বুলির নিচে খুকীর আর্তচিৎকার 
হৃদয়ের অশ্রু গঙ্গায় ঘৃণার দীর্ঘশ্বাস
আজ খুকীর আর্তচিৎকার

ফুলভরা মধু বনে কাঁটার তীব্র আঘাত 
রক্তঝরা মনে ভালোবাসার অভাব 
শুধু মানবিকতার অভাব, আজ বড্ড অভাব
শালীন পোশাকের নিচে অশ্লীল, কপট হৃদয়ের বাস
সুযোগে ফুঁসে ফুঁসে দশন বিষ দাঁত

বিচিত্র রঙ প্রগতিশীল ভুবন রঙিন নকশার ঘুড়ির মতন
আকাশে উড়িলে ছড়ায় কতশত রঙ

অন্ধকারের আলো বাতি খোঁজে নিভে যাওয়া ধোঁয়াশাতে
জলন্ত বাতি  নিভিয়ে  দিয়েছে যে হৃদয় বিষন্ন আঘাতে,
গুছিবে তা কেমনে!

আজ প্রগতিশীলের জয়,  বিষন্ন মুখোশে, অশ্রুর উল্লাসে  
জীবন্ত লাশের জয়,  আজ খুকীর আর্ত চিৎকারে।

তারিখঃ ০৪/০৫/২০২৫
ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

Comments

    Please login to post comment. Login