ভাবনার মাতলামি
এস.এ
আমার ভাবনা জুড়ে তুমি,
তোমায় পাওয়াতেই সুখ।
আজ দেখি একলা আমি ,
সুখ সে তো মনের অসুখ-
সেই তুমি অচেনা মুখ।
তোমার মনের দ্বিধা কালে
আমায় প্রয়োজন খুব।
মাঝেমাঝে ভাবি
তোমার প্রেমে আমি,
নাকি শূন্য মনে তুমি -
এক মাতলামি।
মাঝেমাঝে ভাবি
কি নিদারুন অভিনয় তোমারি,
মুক্ত হয়েও থাকতে চাওয়া আমারি।
বিদায় বেলায় ভালোবাসা আর-
চোঁখের জল একটু ও ঝরে নি।
সেই আমি মোহনায় দাঁড়িয়ে
স্রোতের বিপরীতে আজি।
দরিয়ায় সব সুখ, তরী ভাসালে তুমি।
ঐ আকাশ নদীতে যত জল আছে ,
সেও জানে, একবিন্দু জল তুমি দান করো নি-
নয়ণ ণহর গড়ায়ে তোমারি!
আজও তোমাতেই মাতাল আমি
ভাবি তুমি এলেই হবো সুখী-
সুখ সে তো মরীচিকা,সেও তো জানি।