সালটা ছিল ১৯৯০ , বৃষ্টি ভেজা গ্রীষ্মের দিন। বাইরে মুষল ধারে বৃষ্টি হচ্ছে। বসে আছি বেলকনিতে। চেহারায় মুচকি মুচকি হাসি। আবার কারো কথা খুব মনে পড়ছে । তাই আকুল দৃষ্টিপাত গিয়ে পড়েছে বাইরের দক্ষিন দিকে।কি জানি সে কি করছে।
এত কিছুর মধ্যে নামটাই বলা হল না। আমি প্রিয়সি আমার বাড়ি রুপ গঞ্জে । আমার পিতা একজন বড় ব্যবসায়ী। তাই গ্রামে তার প্রচুর নাম ডাক রয়েছে। আমি আমার মাথা পিতার একমাত্র সন্তান। তাই সবার আদরের বোটে ।
নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে কাকে মনে পড়ছে আমার
হে বড়ই অদ্ভুত সে ভুল ঠিকানায় চিঠি পাঠিয়ে এখন আমার হৃদয় নিয়ে বসে আছেন।
২ বছর আগে একটা চিঠি আসে। একজন গৃহকর্মী এসে বললেন, “ আপা একটা চিঠি আসছে”তিনি চিঠি টা আমার হাতে দিয়ে নিচে চলে গেলেন। চিঠি টা হাতে নিতেই আলাদা এক অনুভূতি। পিছনে ফিরিয়ে দেখলাম অচেনা এক নাম,"প্রতীক" । বুক টা ধুক ধুক করছে। ভেবে দেখলাম হয়ত ভুলে চলে এসেছে। চিঠি টা টেবিলে রেখে দিলাম। কিছু খন হাঁটাহাঁটি করলাম কিন্তু মন শান্ত হচ্ছে না। চিঠি টা খোলার জন্য মন উতলা হচ্ছে।
কে সে জানার জন্য আবেগ প্রবন হচ্ছি আমি। চিঠিটার কাছে গিয়ে চিঠি টা হাতে তুলে নিলাম।।
চলবে………………….